ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ২৬ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ১৬ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে তাদের কাছ থেকে ২গ্রাম হেরোইন, ৮২০ গ্রাম গাঁজা, ৭৯১ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল, ৩০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা দায়ের করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি